নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হয় নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলকে।
অথচ আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন রমজান আলী সরকার । ফলে এ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়লেন শহিদুল ইসলাম বকুল, আর নৌকার কান্ডারী হিসেবে মনোনীত হলেন কর্নেল (অব:) রমজান আলী সরকার।
খবর শোনার পর রমজান আলী সরকারের এলাকা লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ও বিলমাড়ীয়ায় সমর্থকদের মিছিলের থবর পাওয়া গেছে।