Breaking News
uttarancholnews24

বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতু উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : রাতের আঁধারে আলেকোজ্জ্বল বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতু। সমুদ্রের নীল জলে আলো ফেলে এক নৈসর্গিক সৌন্দর্যের সৃষ্টি করেছে দিগন্ত বিস্তৃত সেতুটি।

নির্মাণ শুরুর নয় বছর পর মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সংযোগ সড়কসহ এর দৈর্ঘ্য ৫৫ কিমি.।

সেতুটি হংকং ও ম্যাকাওয়ের ঝুহাইকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে।

২০ বিলিয়ন ডলারের এ প্রকল্পের আওতায় সমুদ্রের মাঝে নির্মাণ করা হয়েছে দুটি কৃত্রিম দ্বীপ। – এএফপি/বিবিসি