স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শামীম (১৮) নামে এক মোটর সাইকেল চালক মারা গেছে। মৃত শামীম নাটোর জেলাধীন সিংড়া উপজেলার কেতাবাড়ি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ মার্চ) বেলা ১১ ঘটিকার দিকে শামীম প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল (নাটোর-হ-১৪-০৪৩৮) নিয়ে লালপুর উপজেলার ওয়ালিয়া ফুলবাড়ি বাজার হতে দয়ারামপুর যাবার পথে বিপরীত থেকে আসা পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক শামীম মারা যায়।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।