স্টাফ রিপোর্টার : পারিবারিক কলহে বাড়ি ছেড়ে যাবার পরে, পুকুর পাড়ে মিললো নাটোরের লালপুর উপজেলার ছকিনা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃতদেহ। সে উপজেলার এবি ইউনিয়নের আকবর আলীর স্ত্রী ।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ছকিনা তার পারিবারিক কলহের জের ধরে ছেলের বৌ এর সাথে ঝগড়া করে ভাই এর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ভাই জানায় ছকিনা তার বাড়িতে যায় নাই, পরের দিন ছকিনার নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দক্ষিনে মোঃ আজহার উদ্দিন এর পুকুর পাড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহা. মনোয়ারুজ্জামান জানান, লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।