লালপুরে রাতে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুরে রাতের আধারে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বাবুল আক্তার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত বাবুল উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুঁজিপুকুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বাবুল আক্তার গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তাদের পরিবারের সুপারির গাছে সুপারি পাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোনয়ারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।