স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগ এর সভানেত্রী ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন ও সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে প্রচার মিছিল ও বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য কর্নেল (অবঃ) রমজান আলী সরকার, নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোর্তুজা বাবু, সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, যুবলীগ সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল প্রমুখ।