লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

স্টাফ রিপোর্টার : স্বাধীনতার দীর্ঘ ৫১ বছর পরে এই প্রথম উপজেলা প্রশাসনের আয়োজনে নাটোরের লালপুরে বিজয় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করেছে।

দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বয়েত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, বীর মুক্তিযোদ্ধো কে,এম শাহাদাত হোসেন, গোপালপুর ডিগ্রী (পাস) ও অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী আছিয়া জয়নুল বেনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা প্রমুখ।