লালপুরে আন্তঃ স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন শ্রী সুন্দরী পাইলট মডেল স্কুল

স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুরে ৪৯ তম গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল ফুটবল টুনার্মেন্টের বালক বিভাগে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বালিকা বিভাগে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত খেলায় লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলীর সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগরসহ রাজনৈতিক নের্তৃ বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শরীর চর্চা শিক্ষক বৃন্দ।

উল্লেখ্য যে, গত ৪ সেপ্টেম্বর থেকে ছয়টি ভেন্যুতে ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয়। সর্বশেষে আজ অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় দল ২-০ গোলে সালামপুর উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।