স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসে আয়োজনে উপজেলা পরিষদ মাঠ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ফাইনাল ফুটবল খেলা দর্শন শেষে পুরস্কার বিতরণী করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।
এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বষাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনায়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদীকা কাজী আছিয়া জয়নুল বেনু, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন প্রমূখ।
পরে সাংসদ অটিজমসহ একীভূত শিক্ষা বাস্তবায়নের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য আ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করেন ৩টি হুইল চেয়ার, ৫ টি শ্রবণ যন্ত্র, ৫টি চশমা ও ২টি ক্র্যাচ।