লালপুরে লিজেন্ড কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিজেন্ড অফ ইষ্ট

স্টাফ রিপোর্টার : পেশাগত কারনে দীর্ঘদিন অবসর নেওয়া খেলোয়াড়দের অংশগ্রহনে লালপুর উপজেলার পাইকপাড়া মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার (৪ মে) দিনব্যাপী লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় লিজেন্ড অফ ইস্ট ৬ উইকেটে লিজেন্ড অফ ওয়েস্ট কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উপজেলার পাইকপাড়া, আট্টিকা, বেরিলাবাড়ী, বিদিরপুর, জয়কৃষ্ণপুর ও রাধাকান্তপুর গ্রামের ৪৫ জন অবসরপ্রাপ্ত খেলোয়াড় ৩ টি দলে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহন করেন। টুর্নামেন্টের অপর দলটি লিজেন্ড অফ নর্থ।


খেলায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত লিজেন্ড অফ ওয়েস্ট দলের ব্যাটসম্যান তুষার। এছাড়া ফাইনাল সহ ৪টি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে লিজেন্ড অফ ইস্ট দলের সাদিত মেহতাব সোহাগ, মাহফুজুর রহমান মিলা ও লিজেন্ড অফ ওয়েস্ট দলের তুষার।
খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ডাঃ মোঃ আব্দুর রহিম।
টুর্নামেন্টের স্পন্সর হিসেবে ছিলো সালভেটর’স, ইক্সোনি, গ্রীন ওয়াল্ড ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান।

MYBET88 (MB8) | Online Casino Malaysia | Online Slot Game BP77 | Online Casino Malaysia | Online Slot Game