স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুরে পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধ ভাবে বালু-ভরাট উত্তোলনের অপরাধে একটি বালু ভর্তি ট্রাক্টর জব্দ ও চালক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।তবে অবৈধ ভাবে বালু-ভরাট উত্তোলনকারী ঘাতক ভেকুটিকে জব্দ করেনি লালপুর থানার পুলিশ।
আজ রবিবার (১০ এপ্রিল) মধ্য রাতে উপজেলার নবীনগর গ্রামে পানি শূন্য পদ্মা নদী থেকে তাদের কে আটক করে ও ট্রাক্টরটিকে জব্দ করে বলে জানা গেছে।
আটককৃতরা হলো, পাবনা জেলার বেড়া থানার সিন্দুরিয়া পশ্চিমপাড়া গ্রামের হোসেন শেখের ছেলে হযরত আলী শেখ (৪৫), লালপুর উপজেলার রামকৃষ্ণপুর বালিতিতা গ্রামের মুনসাদ আলীর ছেলে আশিক (২২), নবীনগর গ্রামের মৃত মামুনুর রশিদ সেন্টুর ছেলে নাহীদ হাসান নাইম(২১) কে আটক করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।