লালপুরে ১০৪ পিছ ইয়াবা সহ দুই মহিলা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরে মাদক বিরোধী অভিযানে ১০৪ পিছ ইয়াবা সহ দুই মহিলা কে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার ৪ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ও লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামানের নির্দেশনায় নারী পুলিশ সদস্য সহ পুলিশের একটি দল উপজেলার পুরাতন ঈশ্বরদী ভাদুরবটতলা নামক স্থানে পুলিশ অভিযান চালায়। এসময় পলিথিনে মোড়ানো ১০৪ পিছ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মহিলাকে আটক করা হয়।
আটককৃতরা হলো কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের সোনারুল ইসলাম এর স্ত্রী নাসরিন সুলতানা ওরফে জুলেখা (৩৭) ও পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী শাবনুর বেওয়া (৬৮)।

এ ব‍িষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।