ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্কফোর্স সদস্যদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্কফোর্স সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার পৌরসভার সম্মেলন কক্ষে “শিশুর জন্য বিনিয়োগ করি সমৃদ্ধ বিশ্ব গড়ি” এ শ্লোগানের আঙ্গিকে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়ন নারী শিশু সংগঠন ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্কফোর্স ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়নে জাতিসংঘের শিশু অধিকার সনদ, শিশু আইন, লিডারশিপ, লাইফ স্কিল ও শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং বিষয়ে হাতে কলমে ধারণা প্রদান করা হয়।

এছাড়াও প্রশিক্ষণ কর্মশালা শেষে সংগঠনের সভাপতি জিহাদ ইসলাম জয়ের সভাপতিত্বে আগামী শিশু অধিকার সপ্তাহ দিবস পালনে কমিটির সদস্যদের সাথে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিণক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন ঠাকুরগাঁও জেলা শাখার ভলান্টিয়ার মোছাঃ হাসনা হেনা।

কর্মশালায় অংশগ্রহণ করেন জেলা কমিটির সহ-সভাপতি জুই আক্তার, সাধারণ সম্পাদক সুর্মি বেগ, শিশু গবেষক রাদ শাহামাদ, সাংগঠনিক সম্পাদক তন্ময় মহন্ত রুদ্র, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেহরাব হোসেন অপি, প্রজ্ঞা বর্মন, শিশু সাধারণ সদস্য আনান আশরাফী, মুয়াজ, সাদনান বিন মাহমুদ সাবাব, তানভীর হাসান নিলয় প্রমুখ।

MYBET88 (MB8) | Online Casino Malaysia | Online Slot Game BP77 | Online Casino Malaysia | Online Slot Game