কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারীতে আমজাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রৌমারী সদর ইউনিয়নের নতুন বন্দর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমজাদ নতুন বন্দর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।
এলাকাবাসী জানায়, একই গ্রামে আমজাদ হোসেনের বিরোধপূর্ণ সীমানায় অবস্থিত একটি গাছের ডাল কাটতে যায় প্রতিবেশী মধূ মিয়া ও তার স্ত্রী শরীফা বেগম। এ নিয়ে আমজাদের সঙ্গে মধু মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে গাছ কাটতে আনা দা দিয়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই আমজাদ হোসেনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ জানান, এ ঘটনায় নিহতদের পক্ষ থেকে এজাহারের প্রস্তুতি চলছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।