কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে সাংবাদিকতা, সংবাদ লেখার কৌশল ও নিউজ লেটার প্রকাশনাবিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
আজ বুধবার সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দাসের হাটে অবস্থিত আরডিআরএস প্রশিক্ষণকক্ষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি মো. রেজাউল করিম, বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, মনিটরিং ইভালুয়েশন অ্যান্ড ডকুমেন্টশন অফিসার বিধান কৃঞ্চ পাল, উলিপুর উপজেলা সমন্বয়কারী এসএম আরিফ-উজ-জামান, ট্রেনিং ফেসিলিটেটর সাংবাদিক হুমায়ুন কবির সূর্য ও রুবেল ইসলাম প্রমুখ।
সেখানে চারটি ব্যাচে ৭৩ ইউনিয়ন ও তিনটি পৌরসভা থেকে ৭৬ জনকে দুদিনব্যাপী যুব সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্প ও প্ল্যান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় একটি নিউজ লেটার প্রকাশ করা হবে।