Breaking News

দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ডেস্ক নিউজ : দীর্ঘ ছয় বছর পর দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। এই সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলবে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার পর দিনই ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল।

এ সফরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বাবর আজমরা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি হবে মিরপুরে।

সফরের সূচি চূড়ান্ত। ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। আর ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ৪-৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ঢাকায়।

এখন থেকে ঠিক ছয় বছর আগে ২০১৫ সালের মে মাসে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। লম্বা বিরতির পর ফের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসছে পাকিস্তান।

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম