আফগানিস্তানে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০

ডেস্ক নিউজ : আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। নিউজ ১৮ এবং জি-নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিনের বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে আরও অন্তত ১৫০ জন। এদের মধ্যে বেশিরভাগই আফগান নাগরিক। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, হতাহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছে।

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএসকেপি। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট- খোরাসান প্রদেশের আত্মঘাতী বোমা হামলাকারীরা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গতকাল এই হামলা চালিয়েছে।
তাদের হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দোষীদের খুঁজে বের করা হবে।
হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
জানা গেছে, হামলার নিন্দা জানিয়েছে তালেবান। তারা আফগান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়ার কথাও বলেছে।
জো বাইডেন বলেছেন, আমরা ক্ষমা করব না। ভুলেও যাব না। আমরা আপনাকে শিকার করব এবং এর খেসারত আপনাকে দিতে হবে।
বাইডেন আরো বলেন, কাবুল বিমানবন্দরের কাছে হামলা মার্কিন নাগরিক এবং আফগান নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের মিশনকে থামাতে পারবে না।
সূত্র: গার্ডিয়ান, জি-নিউজ, নিউজ ১৮।