নাটোরে করোনায় ২ জনের মৃত্যু

নাটোর সংবাদদাতা : করোনায় আক্রান্ত হয়ে আজ বুধবার নাটোরে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো শহরের আলাইপুর এলাকার জিয়ার ছেলে রমজান আলী(৯০) এবং সদর উপজেলার দত্তপাড়ার মোকরামপুর এলাকার গোপাল নারায়নের ছেলে দিলিপ কুমার পাইন।
এ নিয়ে নাটোরে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ৩০ জন।
গত ২৪ ঘন্টায় নাটোর জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৮ জনের। এর মধ্যে পজিটিভ হয়েছে ৪৪ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন।

MYBET88 (MB8) | Online Casino Malaysia | Online Slot Game BP77 | Online Casino Malaysia | Online Slot Game