বাঘা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু’র নিজস্ব অর্থায়নে মোটর শ্রমিক ও কর্মহীন ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন।
আজ সোমবার (১০ মে) সকাল ১০ টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রবি, সানোয়ার হোসেন সুরুজ, মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতা রণজিৎ প্রমুখ।