ডেস্ক নিউজ : ময়মনসিংহের মুক্তাগাছায় গলায় ও বুকে ছুরি মেরে বিজয় সাহা নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলা শহরের জমিদারবাড়িসংলগ্ন জলটঙ্গিতে তাকে হত্যা করা হয়।
বিজয় সাহা শহরের তামাকপট্টি এলাকার লিটন সাহার দ্বিতীয় ছেলে। এ বছর সে নবারুন বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ ঘটনায় মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
নিহতের পরিবার জানায়, শহরের ছাপ্পান্ন প্রহর মাঠে সাত দিনব্যাপী নামলিলা কীর্তন চলছিল। বৃহস্পতিবার ছিল এ কীর্তনের শেষ দিন। লোক সমাগম ছিল প্রচুর।
মাঠের পাশেই সড়কে মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা নিয়ে কয়েক যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে রাত পৌনে ১২টার দিকে কয়েকজন যুবক বিজয় সাহাকে জমিদারবাড়িসংলগ্ন জলটঙ্গির পাশে স্বপ্নকুড়ির প্রতিবন্ধী স্কুলের গলির ভেতরে ধরে নিয়ে যায়। সেখানে তাকে গলায় ও বুকে এলোপাতাড়ি ছুরি মারা হয়।
পরে তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এ সময় আবির, অর্পণ ও দীপ্ত নামে তিন যুবকও আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ যুগান্তরকে বলেন, মোটরসাইকেল চালানোর মতো তুচ্ছ এক ঘটনায় বিজয় সাহাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।