সায়ীদ আল বিরুনী’র কবিতা ” করোনা”

করোনাকে না করে ভয়
হই সচেতন মোরা
শ্রদ্ধা জানায় যোদ্ধাদের
করোনা যুদ্ধে শহিদ হলেন যারা ।

স্রষ্টাকে ডাকো তুমি
হও সচেতন
করোনা থেকে বাঁচতে
চাই সুস্থ দেহ ও মন ।

মহামারী করোনা
আর বেশি না হয়
স্রষ্টার কাছে এ দোয়া কর
হবে সুস্বাস্থ্যের জয় ।

ঘরে থাকো ,ভালো থাকো
সুস্থ রাখ দেশকে
নিয়মনীতি মেনে চল
বাঁচাও এই পৃথিবীকে ।

হাত ধুইয়ে কর পরিষ্কার
জীবাণুকে করো শেষ
মাস্ক পড়ে , সুস্থ থাকো
রক্ষা করো দেশ ।

ঘরে থাকো সুস্থ থাকো
দেশকে করো রক্ষা
শ্রদ্ধা জানায় চিকিৎসকদের
আর যারা করে দেশ প্রতিরক্ষা।