uttarancholnews24

একুশে বইমেলায় মিঠুর “তোমাকে ভালোবাসি বনলতা সেন”

নিজস্ব প্রতিবেদক : “ তোমাকে ভালোবাসি বনলতা সেন” কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে।
গত শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) বিকেল ৪ ঘটিকায় “তোমাকে ভালোবাসি বনলতা সেন” কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কথা সাহিত্যেক জাকির তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন বইটির লেখক মনজুর রহমান মিঠু,বই‌টির প্রকাশক দ্যু প্রকাশনীর স্বত্তা‌ধিকারী ও সা‌বেক ছাত্র‌নেতা, ছাত্র ইউ‌নিয়‌নের সাবেক সভাপ‌তি হাসান তা‌রেক চৌধুরী,মনিরুল ইসলাম,বাপ্পাদিত্য প্রমুখ সহ অনেকে।
বইটির লেখক মনজুর রহমান মিঠু বলেন, বইটির নাম “তোমাকে ভালোবাসি বনলতা সেন” হলেও সমগ্র ভালোবাসার বহিঃপ্রকাশ বইটির কবিতা গ্রন্থের মধ্যে পাওয়া যাবে।
বইটি অমর একুশের বইমেলা-২০২০ এর দ্যু প্রকাশন এর (৭০৪ নম্বর স্টল) থে‌কে কি‌নতে পাওয়া যাবে।