Breaking News
uttarancholnews24

পাঠশালার ডাক – আরিফা সুলতানা

পাঠশালার ডাক
জ্ঞানের আলোয় দীপ্ত হতে পাঠশালাতে এসো,
হেসে খেলে নেচে গেয়ে নতুন কিছু শেখো ।
খেলার ছলে পাঠের ঘরে শিখব অনেক কিছু,
মনের ঘরের আসন জুড়ে নিবে যে সব পিছু।
আমরা যখন পথ প্রদর্শক তোমরা অনুসারী,
আমরা যখন প্রবীণ হবো তোমরা কান্ডারী।
রাতের গগণ জুড়ে যখন বসবে তারার মেলা,
তোমরা তখন ত্রিভূবনের হবে ধ্রুবতারা।
জীবনকে তুচ্ছ করে ভেসোনা হেলার ভেলায়,
পাঠশালা যে জ্ঞানের প্রদীপ, জ্ঞানের দ্যুতি জ্বালায়।
এসো এসো সবাই মিলে পাঠশালাতে আসি,
জ্ঞানের প্রদীপ জ্বেলে মোরা জ্ঞান সাগরে ভাসি।

মোছাঃ আরিফা সুলতানা
সহকারী শিক্ষক

গোদাগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়

লালপুর, নাটোর।