uttarancholnews24

‘ইন্টারন্যাশনাল রোবট ডি চ্যালেঞ্জ’ স্বর্ণপদক বাংলাদেশের দখলে

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল রোবট ডি চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও ব্রোঞ্জ পদকসহ চারটি টেকনিক্যাল অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের অংশগ্রহণকারীরা। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি আয়োজিত এ প্রতিযোগিতার ‘রোবো স্কলার’ বিভাগে স্বর্ণপদক জিতেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিহাত সালেহ চৌধুরী। ‘রোবট ইন মুভি’ বিভাগে ব্রোঞ্জ জিতেছে চিটাগাং গ্রামার স্কুলের কাজী মোস্তাহিদ লাবিব।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিকস বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল বলেন, গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশ নিয়েই বাংলাদেশ দল একটি স্বর্ণপদক জিতেছিল। এবার আন্তর্জাতিক রোবট ডি চ্যালেঞ্জ প্রতিযোগিতায়ও বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা দেখাল।